গাইবান্ধায় মোটর সাইকেল ও অটো ভ্যানের সংঘর্ষে জোবায়ের রেজা জাহিদ নামের (২০) নামের এক এইচএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার (০৫ জুন) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর এলাকার গাইবান্ধা - নাকাইহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত জাহিদ পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের রওশনবাগ এলাকার ফিরোজ রহমানের ছেলে। সে গাইবান্ধা আদর্শ কলেজ থেকে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান , শুক্রবার (০৫ জুন) সন্ধ্যায় নাকাইহাট থেকে গাইবান্ধা অভিমুখী দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ধান বোঝাই একটি অটো ভ্যানে ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ও ভ্যানচালক আহত হয় । স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মোটরসাইকেলে থাকা দুই আরোহীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে জাহিদ মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, বেতকাপা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আমি দূর্ঘটনার বিষয়টি মোবাইলে জানতে পেরেছি পরিবারের অভিযোগ না থাকায় তারা বিষয়টি থানা পুলিশকে জানায়নি।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi