ফুলছড়িতে বজ্রপাতে ফরহাদ সরদার (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের নবাবগঞ্জ বাজারে সংলগ্ন এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ফরহাদ সরদার ওই গ্রামের জিন্না সরদারের ছেলে এবং ফুলছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলী খান। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ওই যুবক বাড়ির আঙ্গিনায় খোয়ারে হাঁস উঠাচ্ছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় ছেলেটি
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi