রিদম অফ গ্লোবাল ভিলেজের আয়োজনে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৯ জুন (শনিবার ) অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (২৮ জুন) এক বিজ্ঞপ্তিতে গ্লোবাল ভিলেজ মেধা বৃত্তি বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য আবু আউয়াল রিজু জানায়, আগামী ২৯ জুন শনিবার সকাল সাড়ে দশটায় গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা পত্র প্রদান করা হবে ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাজহারউল মান্নান , অধ্যাপক জহুরুল কাইয়ুমসহ গাইবান্ধার কয়েকজন বিশিষ্ট নাগরিকদের উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, রিদম অফ গ্লোবাল ভিলেজ একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে গাইবান্ধায় পিছিয়ে পড়া জনপদের মধ্যে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটাতে বছর জুড়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বছরের ডিসেম্বরে গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাটে এগারোটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তির প্রতিযোগিতা মূলক লিখিত পরীক্ষার আয়োজন করা হয়। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধা তালিকায় স্থান পাওয়া ১১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনার পাশাপাশি সর্বোচ্চ নাম্বার পাওয়া তিনজন জন শিক্ষার্থীকে ‘গ্লোবাল স্টার’ পুরস্কার দেওয়া হবে।