টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় মাহিন্দ্রা ও প্রাইভেটকারের সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) সকালে পৌরসভার মালাউড়ি এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মধুপুর থেকে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে প্রাইভেটকারটি মালাউড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রায় থাকা একজন যাত্রী নিহত হয়। এছাড়া আরও নয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।
কালের চিঠি /
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi