পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলীর গাড়ির ধাক্কায় গাইবান্ধায় রহিমা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা। আজ সকালে দিকে গাইবান্ধা -পলাশবাড়ী সড়কের কোমরপুর এলাকায় এ দূর্ঘনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা বলেন, রহিমা বেগম সদর উপজেলার বল্লমঝড় ইউনিয়নের কোমরপুর গ্রামের আশ্রায়ন প্রকল্প ঘরের বাসিন্দ। আজ সকাল সাড়ে দশটার দিকে তিনি রাস্তা পার হচ্ছিল। এর মধ্যই দ্রুত গামী একটি মাইক্রো ধাক্কা দেয়। পরে স্থানীয়রা মাইক্রো ও ড্রাইভারকে আটক করে পুলিশে দেয়। আহত রহিমাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি সাড়ে ১১টার দিকে মারা যান। আটকৃত গাড়িটি টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলীর সরকারী গাড়ি। যাহার নম্বর আটককৃত ড্রাইভার মো. শহিদুল ইসলাম বলেন, পানি উন্নয়ন বোর্ডের নিবাহী প্রকৌশলী মো.সাজ্জাদ হোসেনের স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য গাইবান্ধা শহরের দিকে আসছিলেন। পথিমধ্যেই এ দূঘর্টনা ঘটে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেনের ব্যবহৃত মুঠোফোনে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেন নেই। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ি ও ড্রাইভার থানায় আটক আছে।
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi