আচরণবিধি লঙ্ঘনের দায়ে পেসার তানজিম হাসান সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ঘটনাটি নেপালের বিপক্ষে বোলিং করার সময়। স্ট্রাইকে তখন নেপাল অধিনায়ক রোহিত পৌড়েল। তৃতীয় ওভারের শেষ বল করলেন জুনিয়র সাকিব। তানজিমের বল ডিফেন্ড করলেন রোহিত। এরপরই রোহিতের সাথে এক দফা উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় বাংলাদেশের পেসারকে।
পরে পরিস্থিতি শান্ত করতে ছুটে আসেন নন-স্ট্রাইকে থাকা ব্যাটার আসিফ শেখ। ছুটে আসেন আম্পায়ার স্যাম নোগাসকিও। দুজনের মধ্যে এমন ‘কথা-ঝড়’-এর কারণ তখনও বোঝা যাচ্ছিল না।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, তানজিম সাকিব আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.২১ ধারাটি লঙ্ঘন করেছেন। যা খেলোয়াড়, প্লেয়ার সাপোর্ট পার্সোনাল, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তির সাথে (আন্তর্জাতিক ম্যাচে একজন দর্শকসহ) অনুপযুক্ত শারীরিক যোগাযোগের সাথে সম্পর্কিত।
আইসিসি আরও জানায়, ম্যাচের পর আম্পায়ার আহসান রাজা, স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা এ বিষয়ে অভিযোগ তুলেন। তানজিম তার অপরাধ স্বীকার করেছে, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
প্রসঙ্গত, নেপালের বিপক্ষে ম্যাচটিতে ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তানজিম সাকিব। এরমধ্যে টানা ১৭টি বল ডট দেন এই পেসার। ২৪ বলের মধ্যে মোট ডট বল করেন ২১টি। গড়ে ওভারপ্রতি ১ দশমিক ৮০ হারে রান দেন।
উল্লখ্য, বিশ্বকাপের সুপার এইট পর্বে আগামী ২১ জুন অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
কালের চিঠি / আলিফ