‘তুফান’ সিনেমার দ্বিতীয় কিস্তি আসার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আজ সোমবার (১৭ জুন) সন্ধ্যায় সিনেপ্লেক্সের সামনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ ইঙ্গিত দেন তিনি।
তুফানের দ্বিতীয় কিস্তি আসবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে চঞ্চল চৌধুরী বলেন, ‘তুফান ২’ হবে। এখানে ছবির প্রযোজক আছেন। তিনি ভালো বলতে পারবেন।
এরপর তুফান ছবির প্রযোজক ও আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, ‘তুফান ২’ আসবে কি না, তা জানতে আপনাদের সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা দেখলে এর উত্তর আপনারা পেয়ে যাবেন।
এর আগে, ছবির নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন, তুফান ছবি শেষে থাকবে বড় টুইস্ট। আর সেটা বোধহয় দর্শকরা পেয়ে গেছেন। আসছে তুফানের দ্বিতীয় কিস্তি। কারণ, সিনেমা শেষে লিখে দেয়া হয়েছে, ‘তুফান সবে তো শুরু’। হ্যাঁ, শাকিব খান অভিনীত চলচ্চিত্রটির পরবর্তী কিস্তি নির্মাণ হবে।
এবারের ঈদে মুক্তির পাওয়া ছবির মধ্যে সবচেয়ে বেশি (১২০টির বেশি) হল পেয়েছে তুফান। সর্বোচ্চ ১৩ লাখ টাকা অগ্রিম দিয়ে অধিকাংশ হল মালিককে ছবিটি নিতে হয়েছে। ঈদের প্রথম দিন থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি। এই ছবির সুবাদে নতুন রেকর্ড গড়েছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। মুক্তির এক দিন আগেই ফুরিয়ে যায় তুফানের প্রথম দুই দিনের বেশিরভাগ টিকিট।
তুফানে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, নাবিলা, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। তুফান বাংলাদেশের সিনেমা, যার প্রযোজক ‘আলফা আই’ স্টুডিওজ। এর ডিজিটাল পার্টনার ‘চরকি’ আর ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন সহযোগী ‘এসভিএফ’।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi