লম্বা সময় ধরে হাসছিল না অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাট, বোলিংয়েও ধার নেই। এমতবস্থায় সাকিবকে নিয়ে কড়া সমালোচনা করেন ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ। লজ্জায় সাকিবকে অবসর নেওয়ার পরামর্শ দেন তিনি। এবার শেবাগের সেই আলোচিত মন্তব্য নিয়ে মুখ খুললেন সাকিব।
ছন্দে না খাকায় নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ চাপে থেকেই খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে খেলেছেন ৬৪ রানের অসাধারণ এক ইনিংস। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। নিজেকে ফিরে পেয়েছে খুশি দেশসেরা অলরাউন্ডার।
নিজের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন, ‘দলে কতটা অবদান রাখা গেল, এটাই আসল কথা। টি-টোয়েন্টি ম্যাচে প্রথম চার ব্যাটসম্যানের কারও ১৬/১৭ ওভার ব্যাটিং করাটা খুব গুরুত্বপূর্ণ, আজ আমি তা করতে পেরেছি বলে খুশি।’
তিনি আরও যোগ করেন, ‘এরকম পরিস্থিতি যখনই আসে, আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পেরেছি। গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট পেয়েছি। দেশ থেকে আসার আগে কেউ যদি বলতো আমাদের ৪ পয়েন্ট থাকবে, তাহলে আমরা খুশি মনেই নিতাম।’
এরপর শেবাগের সেই আলোচিত মন্তব্যের বিষয়ে সাকিব বলেন, ‘আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না। আমার মনে হয়, ক্রিকেট খেলায় ব্যাটসম্যানদের কাজ ব্যাটিং করা, রান করা। বোলারদের কাজ উইকেট নেওয়া। ফিল্ডারদের কাজ ভালো ফিল্ডিং করা, ক্যাচ নেওয়া।’
কালের চিঠি/ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi