বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনবিচ্ছিন্ন বলেই জনগণকে বাদ দিয়ে নির্বাচন করেছে আওয়ামী লীগ। বাংলাদেশ আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের কবলে পড়েছে।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে মানিকগঞ্জে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
আওয়ামী লীগ এখন দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ এখন আজিজ বেনজীরের আওয়ামী লীগ। ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতির নতুন নতুন উপায় খুঁজছে তারা। সবদিক দিয়ে রাষ্ট্রযন্ত্রকে দখল করে আছে।
মির্জা ফখরুল আরও বলেন, সরকার অর্থনীতিকে শেষ করে দিয়েছে। সম্মিলিতভাবে সবকিছু তছনছ করে দেয়া ভয়ঙ্কর দানবকে পরাজিত করতে হবে। এ সময় তরুণদের জেগে ওঠার আহ্বানও জানান তিনি
কালের চিঠি / আলিফ