রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে মর্যাদা দিতে ভারতের নতুন সরকারকে আহ্বান ফখরুলের

ভারতের নতুন সরকারকে বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের মানুষও যেন ভারতের মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে সে বিষয়ে পদক্ষেপ সহযোগিতার আহ্বানও জানান তিনি।

সোমবার (১০ জুন) দুপুরে ডিআরইউতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, নানা চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ দেশের সব অর্জন ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তাদের চেহারা সর্বগ্রাসী হয়ে যায়। তারা বাংলাদেশেকে পরিকল্পিতভাবে বাংলাদেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায়। ক্ষমতায় এসে তারা হাজার কোটি টাকার মেগা প্রকল্প থেকে তারা মেগা পাচার করেছ বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অভাবের তাড়নায় মানুষ ঢাকা থেকে গ্রামে ফিরে যাচ্ছে। দেশে বিচার নেই। কথা বলা এবং ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এছাড়া, লুটপাটের বাজেট দেয়ার ফলে সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

 

কালের চিঠি / আলিফ

Tag :

বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে মর্যাদা দিতে ভারতের নতুন সরকারকে আহ্বান ফখরুলের

Update Time : ০৯:৫০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

ভারতের নতুন সরকারকে বাংলাদেশের জনগণের প্রত্যাশাকে মর্যাদা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের মানুষও যেন ভারতের মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে সে বিষয়ে পদক্ষেপ সহযোগিতার আহ্বানও জানান তিনি।

সোমবার (১০ জুন) দুপুরে ডিআরইউতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি বলেন, নানা চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। আওয়ামী লীগ দেশের সব অর্জন ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তাদের চেহারা সর্বগ্রাসী হয়ে যায়। তারা বাংলাদেশেকে পরিকল্পিতভাবে বাংলাদেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিনত করতে চায়। ক্ষমতায় এসে তারা হাজার কোটি টাকার মেগা প্রকল্প থেকে তারা মেগা পাচার করেছ বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, অভাবের তাড়নায় মানুষ ঢাকা থেকে গ্রামে ফিরে যাচ্ছে। দেশে বিচার নেই। কথা বলা এবং ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। এছাড়া, লুটপাটের বাজেট দেয়ার ফলে সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

 

কালের চিঠি / আলিফ