বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
শ্রীলঙ্কার পর এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। লড়াই চালাতে আত্মবিশ্বাসী টাইগার কোচ চান্দিকা হাথুরুসিংহেও। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের ড্রপ ইন উইকেট নিয়ে না ভেবে নিজেদের সেরা কাজটাই করতে চান কোচ।
পেসার শরিফুল ইসলাম ফিট হয়ে উঠলেও এই ম্যাচের একাদশে থাকবেন কিনা সেটি নিশ্চিত নয়! দুই দলের টপ অর্ডাররা কিছুটা অফফর্মে রয়েছে। এই ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যেতে চান শান্ত-লিটনরা। কন্ডিশন যাই হোক না কেনো আত্মবিশ্বাস ফিরে পেলেই রানে ফিরবে টাইগাররা এমন টাই মনে করে করেন কোচ হাথুরুসিংহে ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে। তিনবারই জয় পেয়েছে আফ্রিকা। সব মিলিয়ে এই সংস্করণে দু’দলের ৮ বারের লড়াইয়ে একটিও জিততে পারেনি বাংলাদেশ।
- কালের চিঠি / আলিফ