সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

২-৩ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রিমাল’

তীব্র ঘূর্ণিঝড় ‘রিমাল’ ক্রমশই দেশের উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে এখন খুলনার কয়রায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে এগিয়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের মাধ্যমে ২-৩ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৯০ কিলোমিটার। যা দমকা থেকে ঝড়ো হাওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।

বিজ্ঞপ্তিতে পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত বহাল রাখতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

রিমালের প্রভাবে দেশের বেশ কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এছাড়া জলোচ্ছ্বাসে উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

কালের চিঠি / আলিফ

Tag :

২-৩ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড় ‘রিমাল’

Update Time : ০৩:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪

তীব্র ঘূর্ণিঝড় ‘রিমাল’ ক্রমশই দেশের উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে এখন খুলনার কয়রায় অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে এগিয়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের মাধ্যমে ২-৩ ঘণ্টার মধ্যে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৭টার দিকে ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৯০ কিলোমিটার। যা দমকা থেকে ঝড়ো হাওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়।

বিজ্ঞপ্তিতে পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত বহাল রাখতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

রিমালের প্রভাবে দেশের বেশ কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। এছাড়া জলোচ্ছ্বাসে উপকূলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

কালের চিঠি / আলিফ