ঘড়ির কাটায় বিশ্বকাপের আর দেড়শ ঘণ্টাও বাকি নেই। তার আগেই আত্মবিশ্বাসের বড় রসদ পেয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে বিশ্ব আসর গড়ানোর আগেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করল দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
স্থানীয় সময় ২৬ মে শুরু হওয়া সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে উড়িয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে সিরিজের প্রথম দুটি জিতে ৩-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলল ক্যারিবীয়রা।
জ্যামাইকায় গতকাল রোববার প্রোটিয়াদের ১৬৩ রানে থামিয়ে দেয় ক্যারিবিয়ান বোলাররা। জবাব দিতে নেমে খুনে ব্যাটিংয়ে ১৩.৫ ওভারেই জয়ের নাগাল পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের পথে দুই উইকেটে তারা করে ১৬৫ রান।
ম্যাচ জয়ের পথে বড় ভূমিকাটা রাখেন জনসন চার্লস। ওপেনিংয়ে নেমে প্রোটিয়া বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। চার-ছক্কার ফুল ঝরিয়ে মাত্র ২৬ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন তিনি। যা সাজানো ছিল ৯ বাউন্ডারি আর পাঁচ ছক্কায়।
অধিনায়ক ব্র্যান্ডন কিংও খারাপ করেননি। তিনিও ওপেনিংয়ে নেমে খেলেছেন ২৮ বলে ৪৪ রানের ইনিংস। আর ওয়ানডাউনে নেমে ২৩ বলে ৩৬ রান করেছেন কাইল মায়ার্স।
এর আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ছিল নড়বড়ে। দুই ওপেনার কুইন্টন ডি কক ১৮ বলে ১৯ ও রিজা হেনড্রিকস ৬ বলে ৬ রান করেই আউট হয়ে যান।
দলীয় ৫০ রানেই তারা হারায় ৪ উইকেট। মিডল অর্ডারও জেগে উঠতে পারেনি। তবে স্রোতের বিপরীতে ব্যাট করে দলকে পথ দেখান রাসি ফন ডার ডাসেন। তার ৩১ বলে ৫১ রানের ইনিংসে চড়েই ১৬৩ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৩/৭ (ডি কক ১৯, হেনড্রিকস ৬, রিকলটন ১৮, ব্রিটস্কে ৫, ফন ডাসেন ৫১, মুল্ডার ৩৬, ক্রুগার ১৬, কুটসিয়া ০, ফোরটান ২; আকিল ৪-০-৩১-০, শামার ৪-০-২৬-২, অ্যালেন ৩-০-২৫-০, ম্যাককয় ৪-০-৩৯-৩, মোটি ৩-০-২১-২, ওয়ালশ ২-০-১৮-০)।
কালের চিঠি/ফাহিম