আওয়ামী লীগ সরকার জেনে-বুঝে খালেদা জিয়াকে মৃত্যুর দিতে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সুযোগ আসলে একদিন ঠিকই তাদের বিচার করা হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।
রোববার (২৬ মে) সকালে গুলশানের একটি হোটেলে খালেদা জিয়ার জীবন সংগ্রাম গ্রন্থের প্রকাশনা আনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপার্সন খালেদা জিয়ার অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় না সরকার। বিএনপি নেতা-কর্মীরা সচেতেন না হলে দেশ বাঁচানো যাবে না।
এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে রাজনীতি করতে হচ্ছে দলীয় নেতা-কর্মীদের। এই সংকট কাটিয়ে উঠতে যা যা করা দরকার তার সবই করবে বিএনপি। অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কালের চিঠি