চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক মুহিউদ্দিন আহমদ। তিনি বিভাগের ২৩ তম সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২ টায় বিভাগের চেয়ারম্যান কক্ষে বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক মোহাম্মদ মীর সাইফুদ্দিন খালেদ চৌধুরীর কাছ থেকে তিনি বিভাগের চেয়াম্যানের দায়িত্ব বুঝে নেন।
এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বয়োজ্যেষ্ঠ শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বশির আহাম্মদ, প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন, প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দিন, ড. মো মোরশেদ আলম, ড. আহসানুল কবীর, জনাব সৈয়দ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জনাব এস. এ. এম. জিয়াউল ইসলাম, জনাব তাসনুভা রহমান, ড. মোজাম্মেল হকসহ বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
বিদায়ী সভাপতি জনাব মোহাম্মদ মীর সাইফুদ্দীন খালেদ চৌধুরী গত তিন বছর বিভাগ পরিচালনায় সকল সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সদ্য নিযুক্ত চেয়ারম্যান জনাব মুহিউদ্দিন আহমেদ বিভাগ পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।
বিভাগের নতুন সভাপতিরে দায়িত্ব পেয়ে মুহিউদ্দিন আহমদ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সমগ্র দেশের মধ্যে একটি স্বনামধন্য বিভাগ। এই বিভাগের ইতিহাস ঐতিহ্য আছে। এই বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। প্রিয় বিভাগের ঐতিহ্য ধরে রাখতে ও সবার আশার প্রতিফলন ঘটাতে আমি শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও সকল ছাত্রছাত্রীদের সহযোগিতা কামনা করছি।’
উল্লেখ্য, মুহিউদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। ১৪ তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় সারা বাংলাদেশে শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন করে ঢাকা কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ময়মনসিংহ আনন্দমোহন কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম কলেজ, গাছবাড়ীয়া সরকারি কলেজেও শিক্ষাকতা করেছিলেন। ২০১০ সালে ১৮ই জানুয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।