মোহামেডান-বসুন্ধরা ফাইনালটা হয়েছে ফাইনালের মতোই। মোহামেডানের এগিয়ে যাওয়া, শেষ মুহূর্তের গোলে কিংসের সমতা, তারপর কিস্তিমাত—ফাইনাল তো এমনই হওয়া চাই। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে ঢাকা মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের পর এবার ফেডারেশন কাপ নিজেদের করে নিল অস্কার ব্রুজেনের শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্য। দুদল দুইপ্রান্তে একাধিক আক্রমণ করলেও সেসব আলোর মুখ দেখেনি। রক্ষণভাগ ও গোলরক্ষকদের দক্ষতায় জাল থাকে সুরক্ষিত। দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণের ধার বাড়ায় মোহামেডান। ৬৩ মিনিটে পায় কাঙ্খিত গোলের দেখা।
ইমানুয়েল সানডের গোলে এগিয়ে যাওয়া মোহামেডান এরপর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নেয়। বেশ কয়েকটি চমৎকার আক্রমণ করলে কিংসের রক্ষণে বাধাগ্রস্ত হয় সেসব। এভাবেই এগোচ্ছিল ম্যাচ। ৮৬ মিনিট পর্যন্ত লিড ধরে রাখা মোহামেডান প্রস্তুতি নিচ্ছিল জয়ের। সেখানে বাগড়া দিলেন কিংস তারকা মিগুয়েল দামাসেনা। ৮৭ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান। ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।
অতিরিক্ত সময়ে নিজেদের গুছিয়ে নেয় কিংস। মোহামেডানের কাছ থেকে কেড়ে নেয় ম্যাচের নিয়ন্ত্রণ। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শেষ মিনিটে দ্বিতীয় গোল পায় কিংস। বদলি খেলোয়াড় জাহিদের গোলে এগিয়ে যাওয়ার আনন্দে মাতে দলটি। পরের ১৫ মিনিটে মোহামেডান গোল শোধ করতে না পারায় শেষ অবধি জাহিদের গোলটিই হয়ে রয় জয়সূচক। ফেডারেশন কাপের শিরোপা জয়ের উল্লাসে ভাসে বসুন্ধরা কিংস।
কালের চিঠি/ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi