বাংলাদেশের জার্সিতে ওপেনার তানজিদ হাসান তামিমের পথচলা খুব বেশির দিনের নয়। গত ওয়ানডে বিশ্বকাপের আগে হুট করেই তার অভিষেক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও মাঠ মাতানোর অপেক্ষায় এই বাঁহাতি ব্যাটার। বিশ্বকাপে দেশের জার্সিতে অবদান রাখতে চান এই ব্যাটার।
আজ বুধবার (২২ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে ওয়ানডে বিশ্বকাপ, নিজের পথচলা ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানান তামিম।
ওয়ানডে বিশ্বকাপ প্রসঙ্গে তানজিদ তামিম বলেন, ‘বিশ্বকাপ খেলাটা অনেক ভাগ্যের বিষয়। আমি ভাগ্যবান ছিলাম দেখেই বিশ্বকাপ খেলতে পেরেছি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে, হয়তো আমি দেশকে ভালো কিছু দিতে পারিনি। তবে, যে বিষয়টা আমি দুইবছর পর শিখতাম, বিশ্বকাপ খেলার মাধ্যমে সেটা আমি দুইবছর আগেই শিখলাম। অনেক বড় বড় খেলোয়াড় ছিল, তাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পেরেছি, যা আমাকে আগামীতে সাহায্য করবে। চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে দেশকে ভালো কিছু দেওয়ার জন্য।’
তামিম আরও যোগ করেন, ‘আমি সবসময় ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করি। বোলার নয় জাস্ট বল দেখে খেলার চেষ্টা করি। বিশ্বকাপেও এই ধারা ধরে রাখতে চাই। আমি কখনও লক্ষ্য ঠিক করে খেলিনা। প্রতিটি ম্যাচে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামি। টিম যাতে আমার কাছ থেকে লাভবান হয়, সেই চেষ্টায় থাকবে।’
কালের চিঠি/ফাহিম