রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গোলাপি কার্ড নিয়ে কোপায় নতুন চমক।

ফুটবলের শুরুতে যেসব নিয়ম ছিল, তার অনেক নিয়মই এখন বিলুপ্ত। কোনো কোনো নিয়ম আবার পরিবর্তিত হয়েছে, কোনোটায় ঘটেছে পরিমার্জন। ম্যাচ চলাকালীন খেলোয়াড় পরিবর্তনের বিষয়টি যেমন। আগে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় পরিবর্তন করা যেত, এখন সেটি দাঁড়িয়েছে পাঁচে। এবার পরিবর্তন আসতে চলেছে কার্ডের ব্যবহারে।

আসন্ন কোপা আমেরিকায় লাল ও হলুদ কার্ডের সঙ্গে যুক্ত হচ্ছে গোলাপি কার্ড। হকিতে তিন রকম কার্ডের ব্যবহার আগে থেকেই থাকলেও ফুটবলে প্রথমবার এই নিয়ম চালু হচ্ছে। তবে, সেটি কোপা আমেরিকায় অনেকটা পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

এই ব্যাপারে কনবেমল কোপা আমেরিকা কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার (২১ মে) জানিয়েছে, কোপার এই আসরটিতে গোলাপি কার্ডের ব্যবহার হবে। ফিফার আর্টিকেল ৯৬-তে কিছুটা সংশোধনী আনা হচ্ছে। আর গোলাপি কার্ড ব্যবহার করা হবে অতিরিক্ত খেলোয়াড় বদলাতে।

এখন পাঁচজন ফুটবলার বদলানো যায়। এরপর কোনো ফুটবলরা যদি মাথায় অতিরিক্ত আঘাত পান, তৈরি হয় তাকে মাঠ থেকে বের করার মতো পরিস্থিতি, তখন প্রয়োগ হবে গোলাপি কার্ড। সংশ্লিষ্ট দলের কোচ ম্যাচ রেফারি বা চতুর্থ রেফারিকে গোলাপি কার্ড দেখাবেন। রেফারি তখন প্রতিপক্ষ দলকে অবগত করবে কার্ড দেখানোর মাধ্যমে। প্রতিপক্ষ দলও চাইলে একজন বাড়তি খেলোয়াড় বদলাতে পারবেন তখন।

বিশাল কলেবরে কোপা আমেরিকার আগামী আসরটি আয়োজন করতে চলেছে যুক্তরাষ্ট্র। ১৪ শহরের ১৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ। ২০ জুন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হবে আসর, শেষ হবে ১৪ জুলাই।

কালের চিঠি/ফাহিম

Tag :

গোলাপি কার্ড নিয়ে কোপায় নতুন চমক।

Update Time : ০১:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

ফুটবলের শুরুতে যেসব নিয়ম ছিল, তার অনেক নিয়মই এখন বিলুপ্ত। কোনো কোনো নিয়ম আবার পরিবর্তিত হয়েছে, কোনোটায় ঘটেছে পরিমার্জন। ম্যাচ চলাকালীন খেলোয়াড় পরিবর্তনের বিষয়টি যেমন। আগে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় পরিবর্তন করা যেত, এখন সেটি দাঁড়িয়েছে পাঁচে। এবার পরিবর্তন আসতে চলেছে কার্ডের ব্যবহারে।

আসন্ন কোপা আমেরিকায় লাল ও হলুদ কার্ডের সঙ্গে যুক্ত হচ্ছে গোলাপি কার্ড। হকিতে তিন রকম কার্ডের ব্যবহার আগে থেকেই থাকলেও ফুটবলে প্রথমবার এই নিয়ম চালু হচ্ছে। তবে, সেটি কোপা আমেরিকায় অনেকটা পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

এই ব্যাপারে কনবেমল কোপা আমেরিকা কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে মঙ্গলবার (২১ মে) জানিয়েছে, কোপার এই আসরটিতে গোলাপি কার্ডের ব্যবহার হবে। ফিফার আর্টিকেল ৯৬-তে কিছুটা সংশোধনী আনা হচ্ছে। আর গোলাপি কার্ড ব্যবহার করা হবে অতিরিক্ত খেলোয়াড় বদলাতে।

এখন পাঁচজন ফুটবলার বদলানো যায়। এরপর কোনো ফুটবলরা যদি মাথায় অতিরিক্ত আঘাত পান, তৈরি হয় তাকে মাঠ থেকে বের করার মতো পরিস্থিতি, তখন প্রয়োগ হবে গোলাপি কার্ড। সংশ্লিষ্ট দলের কোচ ম্যাচ রেফারি বা চতুর্থ রেফারিকে গোলাপি কার্ড দেখাবেন। রেফারি তখন প্রতিপক্ষ দলকে অবগত করবে কার্ড দেখানোর মাধ্যমে। প্রতিপক্ষ দলও চাইলে একজন বাড়তি খেলোয়াড় বদলাতে পারবেন তখন।

বিশাল কলেবরে কোপা আমেরিকার আগামী আসরটি আয়োজন করতে চলেছে যুক্তরাষ্ট্র। ১৪ শহরের ১৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ। ২০ জুন আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হবে আসর, শেষ হবে ১৪ জুলাই।

কালের চিঠি/ফাহিম