এই পতিপাদ্য নিয়ে ৪র্থ বারের মত পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। ভোর ৫টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কোয়ান্টাম
ফাউন্ডেশনের সকল সদদ্য ও সাধারণ বিভিন্ন পেশার মানুষ মেডিটেশন দিবস পালন করার জন্য আসা শুরু করেন। গাইবান্ধা
সেলের আর্ডেন্টিয়ার জনাব ফারুক হোসেনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে ভোর ৬ টায় মেডিটেশন দিবস উদযাপন শুরু হয়।
দিবসটি উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন গাইবান্ধা সেল আয়োজন করে একটি বিশেষ সেশন। একঘন্টা ব্যাপি এপ্রোগ্রামে
কোয়ান্টাম ফাউন্ডেশন এর মহাপরিচালক মাদা মনাহাল আল বোখারীর অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বাণী শোনানো হয়।
পরে প্রাণায়াম চর্চা করানো হয়। তারপর অডিও বার্তার মাধ্যমে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন
কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান গুরুজী শহীদ আল বোখারী মহাজাক ঠিক ৬ টা ১৫ মিনিটে বিশেষ মেডিটেশন ‘ভালো
দেশ ভাবনা ‘ করানো হয়। অনুষ্ঠানে সকল শ্রেণী ও সকল পেশার অর্ধশতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
এরপর মো শামসুজ্জো হামিয়ার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বিশ্ব মেডিটেশন দিবসের সমাপনী ঘোষণা করা হয়।
আয়োজকরা আরো উল্লেখ করেন নিয়মিত মেডিটেশন করলে সুস্থ দেহ প্রশান্তমন, কর্ম ব্যস্ত সুখী জীবন উপভোগ করা যায়।