ঈদের আগে কোনো পণ্যের দাম নতুন করে নির্ধারণ করা হবে না। যে দাম আছে সেই দামই থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মঙ্গলবার (২১ মে) দুপুরে সচিবালয়ে এ কথা জানান তিনি। আরও জানিয়েছেন, সরবরাহ ঠিক থাকার পরেও দুয়েক জায়গায় জিনিসপত্রের দাম একটু বেড়েছে। রোজার ঈদের মতো এবারও যেন দাম ঠিক থাকে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন সুযোগ নিতে না পারে, সেটি নিশ্চিত করা হবে। এবারও দাম নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিং করা হবে।
তিনি আরও জানান, ডলারের দাম বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। কারণ, আমদানি করা কোনো পণ্যের দাম সমন্বয় করা হবে না, এগুলো আগের দামেই বিক্রি করা হবে।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi