সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

৮০ হাজার সমর্থককে বিয়ার কিনে দিলেন বিদায়ী রয়েস

বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মার্কো রয়েস হয়তো আরও একটা ম্যাচ খেলবেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেই ফাইনালের আগেও একটা ‘শেষ ম্যাচ’ খেলেছেন তিনি, সেটা লিগে। বরুশিয়ার জার্সিতে বুন্দেসলিগায় ডার্মস্টাডের বিপক্ষে ম্যাচটাই হয়ে থাকল তার শেষ লিগ ম্যাচ।

ডার্মস্টাডের বিপক্ষে ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন রয়েস। সিগনাল ইদুনা পার্কে এ মিডফিল্ডার ফ্রি কিকে ১টি গোল করার পাশাপাশি ১টি গোলে সহায়তাও করেছেন। তাতে স্বাগতিকরা জিতেছে ৪-০ গোলে।

ডার্মস্টাড ম্যাচে ৮২ মিনিটে রয়েসকে তুলে নেন কোচ। প্রত্যেকেই তাকে দাঁড়িয়ে সম্মান জানান। ঘরের ছেলের যে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, লিগে খেলে ফেলেছেন শেষ ম্যাচটিও। ২০১২ সালে পাকাপাকিভাবে ডর্টমুন্ডে নাম লেখানো রয়েস গত মাসের শুরুতে বরুশিয়া ছাড়ার ঘোষণা দেন, চলতি মৌসুম শেষে দুপক্ষ আর চুক্তি নবায়ন করবে না।

এক যুগের বরুশিয়া ক্যারিয়ারে ৪২৭ ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী রয়েস। এ ক্লাবের হয়ে যে তিনজন ১০০ গোল ও ১০০ অ্যাসিস্টের জোড়া রেকর্ড ছুঁয়েছেন, তাদের মধ্যে তিনি একজন। দ্য ব্লাক এন্ড ইয়োলোদের হয়ে ১৭০ গোল করেছেন তিনি, অ্যাসিস্টের সংখ্যা ১৩১। জিতেছেন ৪টি শিরোপা।

এক যুগ ধরে বরুশিয়ার সমর্থকদের ভালোবাসা পেয়ে আসা রয়েস লিগের শেষ ম্যাচ খেলে উপহারও দিয়েছেন। ডার্মস্টাড-বরুশিয়া ম্যাচ দেখতে আসা ৮০ হাজার সমর্থককে বিয়ার কিনে দিয়েছেন তিনি। খবর স্কাই স্পোর্টস জার্মানির। রয়েস এরপর বলেছেন, ‘নিজেদের মাঠে খেলার এটাই শেষ। বিষয়টা উপভোগ করতে চেয়েছিলাম। মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। তাদের কিছু দিতে চেয়েছিলাম। ইয়োলো ওয়ালদের আবহটা খুবই সুন্দর লাগছে। আমি আরও আসব।’

কালের চিঠি/ফাহিম

Tag :

৮০ হাজার সমর্থককে বিয়ার কিনে দিলেন বিদায়ী রয়েস

Update Time : ০৯:২৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মার্কো রয়েস হয়তো আরও একটা ম্যাচ খেলবেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেই ফাইনালের আগেও একটা ‘শেষ ম্যাচ’ খেলেছেন তিনি, সেটা লিগে। বরুশিয়ার জার্সিতে বুন্দেসলিগায় ডার্মস্টাডের বিপক্ষে ম্যাচটাই হয়ে থাকল তার শেষ লিগ ম্যাচ।

ডার্মস্টাডের বিপক্ষে ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন রয়েস। সিগনাল ইদুনা পার্কে এ মিডফিল্ডার ফ্রি কিকে ১টি গোল করার পাশাপাশি ১টি গোলে সহায়তাও করেছেন। তাতে স্বাগতিকরা জিতেছে ৪-০ গোলে।

ডার্মস্টাড ম্যাচে ৮২ মিনিটে রয়েসকে তুলে নেন কোচ। প্রত্যেকেই তাকে দাঁড়িয়ে সম্মান জানান। ঘরের ছেলের যে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, লিগে খেলে ফেলেছেন শেষ ম্যাচটিও। ২০১২ সালে পাকাপাকিভাবে ডর্টমুন্ডে নাম লেখানো রয়েস গত মাসের শুরুতে বরুশিয়া ছাড়ার ঘোষণা দেন, চলতি মৌসুম শেষে দুপক্ষ আর চুক্তি নবায়ন করবে না।

এক যুগের বরুশিয়া ক্যারিয়ারে ৪২৭ ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী রয়েস। এ ক্লাবের হয়ে যে তিনজন ১০০ গোল ও ১০০ অ্যাসিস্টের জোড়া রেকর্ড ছুঁয়েছেন, তাদের মধ্যে তিনি একজন। দ্য ব্লাক এন্ড ইয়োলোদের হয়ে ১৭০ গোল করেছেন তিনি, অ্যাসিস্টের সংখ্যা ১৩১। জিতেছেন ৪টি শিরোপা।

এক যুগ ধরে বরুশিয়ার সমর্থকদের ভালোবাসা পেয়ে আসা রয়েস লিগের শেষ ম্যাচ খেলে উপহারও দিয়েছেন। ডার্মস্টাড-বরুশিয়া ম্যাচ দেখতে আসা ৮০ হাজার সমর্থককে বিয়ার কিনে দিয়েছেন তিনি। খবর স্কাই স্পোর্টস জার্মানির। রয়েস এরপর বলেছেন, ‘নিজেদের মাঠে খেলার এটাই শেষ। বিষয়টা উপভোগ করতে চেয়েছিলাম। মানুষ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। তাদের কিছু দিতে চেয়েছিলাম। ইয়োলো ওয়ালদের আবহটা খুবই সুন্দর লাগছে। আমি আরও আসব।’

কালের চিঠি/ফাহিম