সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধার ৩ উপজেলায় ভোট আজ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় আজ  (২১ মে, মঙ্গলবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে।

এর আগে গতকাল সোমবার (২০ মে)  এসব উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

এদিকে সর্বোচ্চ নিরাপত্তায় আজ সকালে প্রতিটি কেন্দ্রে ব্যালট  পেপার পৌছে দেওয়া হয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল ধরণের প্রস্ততির কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব।

জানা যায়, গাইবান্ধার ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গাইবান্ধা সদরে ৭ জন, পলাশবাড়িতে ৬ জন ও গোবিন্দগঞ্জে ২ জন। এছাড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, পলাশবাড়িতে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং গোবিন্দগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান ৭ জন প্রার্থী ভোটের মাঠে আছেন।

এ তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৬১৩ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ১৯ হাজার  ৯২৩ জন, নারী ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬৭৫ জন এবং হিজড়া ১৩ জন রয়েছেন।

Tag :

গাইবান্ধার ৩ উপজেলায় ভোট আজ

Update Time : ০১:৩৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর, পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় আজ  (২১ মে, মঙ্গলবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে।

এর আগে গতকাল সোমবার (২০ মে)  এসব উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়েছে।

এদিকে সর্বোচ্চ নিরাপত্তায় আজ সকালে প্রতিটি কেন্দ্রে ব্যালট  পেপার পৌছে দেওয়া হয়। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল ধরণের প্রস্ততির কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব।

জানা যায়, গাইবান্ধার ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গাইবান্ধা সদরে ৭ জন, পলাশবাড়িতে ৬ জন ও গোবিন্দগঞ্জে ২ জন। এছাড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, পলাশবাড়িতে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং গোবিন্দগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান ৭ জন প্রার্থী ভোটের মাঠে আছেন।

এ তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৬১৩ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ১৯ হাজার  ৯২৩ জন, নারী ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬৭৫ জন এবং হিজড়া ১৩ জন রয়েছেন।