দেশের কাবাডির পুনর্জাগরণ ও হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে ২০২১ সাল থেকে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের আয়োজন করে আসছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় চতুর্থ বারের মতো ১২টি দল নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে কাবাডি ফেডারেশন। এই উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২০ মে) দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটোরিয়ামে টুর্নামেন্ট পূর্ব সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আরও ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক এসএম নেওয়াজ সোহাগ।
আগামী ২৬ মে থেকে ৩ জুন পর্যন্ত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ সংস্করণ। এই আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের ১২ দেশ অংশগ্রহণ করবে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ জাতীয় কাবাডি দল। তবে নিজেদের আয়োজিত টুর্নামেন্টে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেও সর্বশেষ হ্যাংজু এশিয়ান গেমসে চরম ব্যর্থ হয়েছে লাল-সবুজরা। শিরোপা জয়ের সেই ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চায় স্বাগতিকরা।
কালের চিঠি/ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi