দীর্ঘ ৯ বছর। লিভারপুলের ডাগআউটে চেনা দৃশ্য, নরমাল ওয়ান খ্যাত ইয়ুর্গেন ক্লপ দাঁড়িয়ে আছেন। ধুঁকতে থাকা ক্লাবটিকে পুণরায় জাগিয়ে তুলেছেন। জিতিয়েছেন প্রিমিয়ার লিগের শিরোপা। তবে, এসব কিছু ছাপিয়ে লিভারপুলের চিরায়ত স্লোগান—ইউ উইল নেভার ওয়াক অ্যালোনের মতো ক্লাবটিকে অসহায় হতে দেননি।
সেই ক্লপ ক্লাব ছেড়েছেন। চলতি বছর জানুয়ারিতেই বলেছিলেন, এই মৌসুমই শেষ। মৌসুমের শেষ ম্যাচে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে তাই ম্যাচ হয়ে ওঠে গৌণ। লিগ ম্যাচে উলভসকে ২-০ গোলে হারানোর পর সবার অপেক্ষা ছিল কখন ক্লপ আসবেন শেষবার।
ক্লপ যখন মাঠে ঢুকছিলেন লাল সোয়েটার গায়ে, গ্যালারিজুড়ে তখন ক্লপ ক্লপ ধ্বনি আর ভক্তদের চোখে জল। ক্লপ এলেন ৯ বছরের চেনা গালিচায়। জানালেন, তিনি গর্বিত লিভারপুলের ইতিহাস হতে পেরে। ক্লাবটির ভক্তদের সুপার পাওয়ার আছে বলেও জানান তিনি।
প্রিমিয়ার লিগের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া খবর অনুযায়ী ক্লপ বলেন, ‘আমি অনেককে কাঁদতে দেখছি। আমার নিজেরও কান্না আসছে। আমি ক্লাবটির ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত। আমাদের চমৎকার একটা স্টেডিয়াম আছে। চমৎকার একদল ভক্ত আছে, যারা ফুটবলের সুপার পাওয়ার।’
এছাড়া কোচিংয়ে ফেরা প্রসঙ্গে ক্লপ বলেন, ‘আমার এখন বিশ্রামের প্রয়োজন। লোকে এটি মানতেই চায় না। কোচিংটা এক ধরণের নেশার মতো। আমি হয়তো ফিরব। তবে, এখনই নয়। অন্তত আগামী এক বছর তো নয়ই।’
কালের চিঠি/ফাহিম