প্রত্যাবর্তনের গল্পটা যে কতটা সুন্দর হতে পারে, তা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দেখলেই বোঝা যায়। প্রথম আট ম্যাচে মাত্র এক জয়ে যাদের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই, তাদের বুড়ো আঙুল দেখিয়ে পরের ছয় ম্যাচ জিতে নিশ্চিত করল প্লে-অফ। দলের এমন অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কাঁদলেন বিরাট কোহলি ও আনুশকা
গতকাল শনিবার (১৮ মে) আইপিএলের অঘোষিত কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৫ উইকেটে ২১৮ রানের বড় পুঁজি। এরপর প্লে-অফে জায়গা পেতে প্রতিপক্ষকে ২০০ রানের মধ্যে বেঁধে ফেলার সমীকরণ ছিল তাদের সামনে। অর্থাৎ ১৮ রানের কমে হারলেও চতুর্থ স্থান নিশ্চিত হতো চেন্নাইয়ের। কিন্তু পুরো ২০ ওভার খেলে ৭ উইকেটে ১৯১ রানে থামে তারা।
চলতি আসরে শুরুটা খারাপ হলেও দারুনভাবে ফিরে আসে কোহলি ও তার দল। আর যে ম্যাচগুলোতে তারা কামব্যাক করেছে, তার প্রতিটাতেই ছিলেন আনুশকা শর্মা। বাড়িতে তিন মাসের পুত্র সন্তানকে রেখে স্বামীর জন্য গলা ফাটালেন আনুশকা। ম্যাচ শেষে তাই প্রথম চুমুটা আনুশকাকেই দিলেন কোহলি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা ভিডিওতে দেখা যায় অশ্রুসিক্ত চোখে জয় উদযাপন করছেন কোহলি। আর শ্বাসরুদ্ধকর এই ম্যাচ গ্যালারিতে বসে দেখেন আনুশকা। তিনিও চেপে রাখতে পারেননি নিজের আবেগ। জয় উদযাপনের সঙ্গে ছলছল করছিল আনুশকার দুটি চোখও। আরসিবির ম্যাচ জয়ের উদযাপনও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
কালের চিঠি/ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi