বিএনপির ডাকে সাড়া দিয়ে এবারও ভোটাররা ডামি নির্বাচন বর্জন করবে। বর্তমান সরকারের অধীনে নির্বাচন করার অর্থ হলো গণতন্ত্রের বিরুদ্ধে যাওয়া। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৯ মে) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের আর্থিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে। অর্থনৈতিক লোপাটের মূল হোতারা ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীদের লোকজন। সরকারের অপকর্ম ঢাকতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব তাদের পাশের দেশগুলোতে পড়েনি। সেখানে জিনসপত্র, জ্বালানি তেলের দাম বাড়েনি। তাহলে বাংলাদেশে কেন বাড়ছে? এটি লুটতন্ত্র, মাফিয়াতন্ত্র ও সিন্ডিকেটের কারসাজি বলেও মন্তব্য করেন তিনি।
কালের চিঠি / আলিফ