গতকাল রাতে সৌদি প্রো-লীগে । রোনালদোর আল নাসের এর মুখোমুখি হয় আল-হিলাল। টেবিলের প্রথম স্থানে রয়েছে আল -হিলাল ।
গতরাতের ম্যাচে শুরুতেই আল নাসের এর ওটাভিও গোল করে এগিয়ে দেয়। তারপর পুরো ম্যাচ দুই দল অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। রোনালদো অন্য দিনের মতো কিছুটা নিঃপ্রাণ ছিল।
তবে নাটকের শেষ ঘটে খেলার আন্তিম মূহুর্তে। এক্সট্রা সময়ে আল হিলালের হয়ে গোল করে দলকে সমতায় আনে মিটরোভিচ্ ।এই গোলের মাধ্যমে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় ।
তবে ৩২ ম্যাচ শেষে ২৯ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আল -হিলাল। এবং সমান ম্যাচে ২৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে রোনালদোর আল নাসের।
কালের চিঠি/ ফাহিম