আইপিএলে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার ম্যাচ। পরে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে।
খেলাটি ভেস্তে যাওয়ায় এক ম্যাচ বাকি থাকতেই ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে হায়দরাবাদ। বৈরি আবহাওয়ার কারণে এদিন মাঠে গড়ায়নি একটি বলও। কোলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগের ম্যাচটিও পরিত্যক্ত হওয়ায় প্লে-অফের দৌঁড় থেকে থেকে ছিটকে যায় গুজরাট।
হায়দরাবাদের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও হানা দিল বৃষ্টি। গ্রাউন্ডসম্যানরা সর্বোচ্চ চেষ্টা করলেও বৈরি আবহাওয়ার কারণে মাঠে গড়ায়নি খেলা।
এদিকে, কলকাতা ও রাজস্থান আগেই নিশ্চিত করেছে শেষ চার। চতুর্থ জায়গাটির জন্য এখন লড়াই করবে চেন্নাই, বেঙ্গালুরু ও লাখনৌ। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চতুর্থ স্থানে আছে চেন্নাই। শুক্রবার লাখনৌ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের মুখোমুখি হবে। আর পরদিন শনিবার বেঙ্গালুরুর মাঠে তাদের বিপক্ষে খেলবে চেন্নাই। লাখনৌ, মুম্বাইয়ের বিপক্ষে জিতলেও বেঙ্গালুরু ও চেন্নাইয়ের ম্যাচে যারা জিতবে শেষ চারে যাওয়ার সম্ভাবনা তাদেরই বেশি।
কালের চিঠি / আলিফ