ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনেই অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বজ্রপাতের ঘটনায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানায় সেখানকার সংবাদমাধ্যমগুলো।
রাজ্যের মালদাহ জেলাতেই মৃত্যু হয়েছে ১১ জনের। মুর্শিদাবাদ ও জলপাইগুড়িতে প্রাণ গেছে দুজনের। ব্জ্রপাতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাণহানি বাড়তে পারে বলে শঙ্কা স্থানীয় প্রশাসনের।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে হঠাৎ শুরু হয় ভারী বর্ষণ। তাতেই ঘটে এতো হতাহতের ঘটনা। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে আম কুড়াতে গিয়ে। মৃতদের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রাশাসন। এছাড়া, আহতদের চিকিৎসার সব ব্যয় বহনের ঘোষণাও দেয়া হয়েছে।
কালের চিঠি / আলিফ