সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ভোটের আগে যুক্তরাষ্ট্রের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও বর্তমানে তা নেই’

বাংলাদেশে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভিন্ন দৃষ্টিভঙ্গি বা কিছুটা অস্বস্তি থাকলেও বর্তমানে সেই পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার (১৫ মে) সকালে সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্কন্নোয়নের প্রসঙ্গ এসেছে।

সাবের হোসের চৌধুরী বলেন, বৈঠকে বন, পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করার বিষয়ে কথা হয়েছে। লুর সাথে বৈঠকে জলবায়ু তহবিল নিয়ে কাজ করা সংস্থাগুলোর থেকে ফান্ডিং পাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নাসাসহ মার্কিন প্রযুক্তির সহায়তা পাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে।

অপরদিকে ডোনাল্ড লু জানান, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যৌথভাবে কাজ করবে।

Tag :

ভোটের আগে যুক্তরাষ্ট্রের ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও বর্তমানে তা নেই’

Update Time : ১১:০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪

বাংলাদেশে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভিন্ন দৃষ্টিভঙ্গি বা কিছুটা অস্বস্তি থাকলেও বর্তমানে সেই পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

বুধবার (১৫ মে) সকালে সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্কন্নোয়নের প্রসঙ্গ এসেছে।

সাবের হোসের চৌধুরী বলেন, বৈঠকে বন, পরিবেশ ও জলবায়ু নিয়ে কাজ করার বিষয়ে কথা হয়েছে। লুর সাথে বৈঠকে জলবায়ু তহবিল নিয়ে কাজ করা সংস্থাগুলোর থেকে ফান্ডিং পাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নাসাসহ মার্কিন প্রযুক্তির সহায়তা পাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে।

অপরদিকে ডোনাল্ড লু জানান, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যৌথভাবে কাজ করবে।