গাইবান্ধা সদর উপজেলায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মো. ফুল মিয়া (৩৫ ) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ মে) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মিস্ত্রী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফুল মিয়া ওই গ্রামের জামশেদ মিয়ার ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায় ,আবহাওয়া ভালো দেখে আজ সকালে বাবা ও ভাইয়ের সাথে মাঠে ধান কাটতে যায় কৃষক ফুলমিয়া । দুপুরে হঠাৎ একটি বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়লে তা দেখে আশে পাশের জমিতে কাজ করা কৃষকরা ছুটে এসে তাদের উদ্ধার করলেও ফুল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।