পাঠ্যপুস্তকে থাকা ট্রান্সজেন্ডার বিষয়টি সমকামিতাকেই উৎসাহ যোগাবে। এমন বিষয় পাঠ্যপুস্তক থেকে না সরালে সমাজ বিপথে যাবে বলে দাবি করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
সোমবার (১৩ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি। তরুণ প্রজন্মকে বাঁচাতে বর্তমান পাঠ্যসূচি পরির্বতন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন মুফতি ফয়জুল্লাহ।
ইসলামী ঐক্যজোটের নেতারা দাবি করেন, বর্তমানে জাতিসংঘ ইসরায়েলের স্বার্থ রক্ষার জন্যই কাজ করে যাচ্ছে। ফিলিস্তিনিদের বাঁচাতে বাংলাদেশের লাখো মানুষ শহীদ হতে প্রস্তুত বলেও জানান তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে ফিলিস্তানে ইসরায়েলের বর্বর হামলা বন্ধের দাবিতে একটি মিছিলও বের করে দলটি।
কালের চিঠি/আলিফ