ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরে মার্কিন ভিসানীতি সহজীকরণ ও র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ করবে বাংলাদেশ— এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৩ মে) দুপুরে মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি। বলেছেন, নির্বাচনের আগে ভিসা নীতি ও র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের কিছুটা অবনতি হয়েছিল। তবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে।
এ সময় বিএনপিকে উদ্দেশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি আবারও ভারতীয় পণ্য বর্জন ইস্যু নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে তাদের আন্দোলন আগের মতোই মুখ থুবড়ে পড়েবে। এটা দেশের পণ্যের বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা মাত্র।