চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের ডাইনিংয়ের কর্মচারীগণ লোকবল সংকট নিরসনের দাবিতে আন্দোলন করছেন।
রোববার (১৩ মে) দুপুরের খাবার রান্না বন্ধ রেখে হলের সামনে অবস্থান নেয় বাবুর্চিরা। এতে হলের ডাইনিংয়ে খবার না পেয়ে বিপাকে পড়েন আবাসিক শিক্ষার্থীরা।
হল সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হলের প্রভোস্ট না থাকা ও ডাইনিং থেকে পরপর চারজন কর্মচারীকে অন্যত্র স্থানান্তর করায় সৃষ্টি হয় নানা সমস্যা।
জানা যায়, সহকারী বাবুর্চি, ভোজনালয় সহকারী ও বাবুর্চিসহ মোট ১৭ জন কর্মচারী নিয়ে ডাইনিং পরিচালিত হয়ে আসছিল। কিন্তু গত কয়েকমাসে ৩ জন কর্মচারীকে ওই হল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় স্থানান্তর করে হল কর্তৃপক্ষ। এর পর সর্বশেষ জামাল উদ্দিন নামের এক ভোজনালয় সহকারীকে হল থেকে অন্যত্র স্থানান্তর করা হয়। ফলে লোকবল সংকট প্রকট আকার ধারণ করে।
হলের ডাইনিং এর ভোজনালয় সহকারী মো ফরহাদ বলেন, আমাদের এখানে এমনিতেই লোকবল সংকট রয়েছে তার পরে আরও একজনকে এখান থেকে স্থানান্তর করা হয়েছে। এতে করে আমাদের সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। ১৭ জনের জায়গায় ১৩ জন কাজ করছি ফলে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের সময়মত সেবা দিতে না পারায় তারা মনঃক্ষুণ্ন হচ্ছে। আমরা চাই এখানে যাতে করে দ্রুত লোকবল নিয়োগ দিয়ে আমাদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়া হয়।
হলের ডাইনিং ম্যানেজার বখতিয়ার মিয়া জানান, আমাদের ডাইনিংয়ে পর্যাপ্ত লোকবল না থাকায় শিক্ষার্থীদের সেবা দিতে পারছি না। ফলে প্রায় শিক্ষার্থীদের সাথে মনোমালিন্য তৈরি হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত না নতুন লোকবল নিয়োগ দেওয়া হয় ডাইনিং বন্ধ থাকবে।
সাইদ নামের এক শিক্ষার্থী জানান,হঠাৎ তাদের এই আন্দোলনের কারণে খাবার না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে আমাদের।তাদের এই আন্দোলন যৌক্তিক তাই প্রশাসনের কাছে অনুরোধ পর্যাপ্ত লোকবল নিয়োগ করে যেন শিক্ষার্থীদের বিরম্বনা কমানো হয়।
হলটির আবাসিক শিক্ষক সাঈদ বিন কামালের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, হল থেকে কয়েকজন কর্মচারীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। এজন্য তারা নতুন লোকবল নিয়োগ দেওয়ার জন্য দাবি জানিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলব এটা নিয়ে যাতে করে সমস্যাটি সমাধান করা যায়।