খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে যুবদলের সমাবেশে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। শনিবার (১১ মে) বিকেল ৩টায় এ বিক্ষোভ সমাবেশটি শুরু হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সকলের মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্যে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
দলটির নির্ভরযোগ্য নেতাকর্মীরা বলছেন, আজকের সমাবেশ থেকে আগামীতে আন্দোলন জোরদারের বার্তা আসবে। চলমান গরম আবহাওয়া একটু শীতল হলে নিত্যপণ্যর ঊর্ধ্বগতি, অর্থনীতিতে সরকারের ব্যর্থতা নিয়ে কর্মসূচি দেওয়া হবে। নেতা কর্মীদের রাজপথে প্রস্তুতির জন্য বিশেষ বার্তা দেয়া হবে সমাবেশ থেকে।
এদিকে আজকের সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের কঠোর অবস্থানে দেখা গেছে। নাইটেঙ্গেল মোড় পুলিশের বিপুল উপস্থিতি, এছাড়া আরামবাগ, মতিঝিল এলাকায় র্যাবের সতর্ক অবস্থান দেখা গেছে, ফকিরাপুল এলাকায় পুলিশের সাঁজোয়া যান রাখা আছে।
কালের চিঠি / আশিকুর।