সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আ. লীগ সরকারের অর্জনগুলো ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ধারাবাহিক ক্ষমতায় থাকার ফলেই এত উন্নয়ন হয়েছে। যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ সরকারের অর্জনগুলো ধরে রাখতে হবে।

শনিবার (১১ মে) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, দেশের মানুষের উন্নত জীবনমানের কথা মাথায় রেখেই কাজ করছে সরকার। কিন্তু একটি গোষ্ঠী আছে তাদের কিছুই ভালো লাগে না। পদ্মা সেতুতে রেল, মেট্রোরেল, স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুৎ এসব নিয়ে সমালোচনা করছে তারা।

বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমূখী ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, স্বল্প খরচে টেকসই যন্ত্রপাতি নির্মাণ করতে হবে। সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। তাই যেকোনো প্রকল্প পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই যেন হয় সেদিকে খেয়াল রাখতে প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

কালের চিঠি / আলিফ

Tag :

আ. লীগ সরকারের অর্জনগুলো ধরে রাখতে হবে: প্রধানমন্ত্রী

Update Time : ০৮:২৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ধারাবাহিক ক্ষমতায় থাকার ফলেই এত উন্নয়ন হয়েছে। যথাযথ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কারণেই সরকার দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ সরকারের অর্জনগুলো ধরে রাখতে হবে।

শনিবার (১১ মে) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সরকারপ্রধান বলেন, দেশের মানুষের উন্নত জীবনমানের কথা মাথায় রেখেই কাজ করছে সরকার। কিন্তু একটি গোষ্ঠী আছে তাদের কিছুই ভালো লাগে না। পদ্মা সেতুতে রেল, মেট্রোরেল, স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুৎ এসব নিয়ে সমালোচনা করছে তারা।

বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার বহুমূখী ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, স্বল্প খরচে টেকসই যন্ত্রপাতি নির্মাণ করতে হবে। সম্পদের সীমাবদ্ধতা রয়েছে সেটা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। তাই যেকোনো প্রকল্প পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই যেন হয় সেদিকে খেয়াল রাখতে প্রকৌশলীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

কালের চিঠি / আলিফ