রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

ব্যক্তিগত সফরে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (১০ মে) সকাল ৭টায় তিনি বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে তার।

টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

পরে তিনি টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে ওই সমিতির উপদেষ্টা হিসেবে মতবিনিময় করবেন এবং সদস্যদের মধ্যে নিজ অর্থায়নে কৃষি উপকরণ বিতরণ করবেন। সমিতিটি ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের আওতাভুক্ত।

জানা গেছে, সফরকালে নির্বাচনী এলাকায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। এছাড়া, আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

 

কালের চিঠি / আলিফ

Tag :

টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Update Time : ০৩:০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

ব্যক্তিগত সফরে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (১০ মে) সকাল ৭টায় তিনি বঙ্গভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে তার।

টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

পরে তিনি টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে ওই সমিতির উপদেষ্টা হিসেবে মতবিনিময় করবেন এবং সদস্যদের মধ্যে নিজ অর্থায়নে কৃষি উপকরণ বিতরণ করবেন। সমিতিটি ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের আওতাভুক্ত।

জানা গেছে, সফরকালে নির্বাচনী এলাকায় দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। এছাড়া, আওয়ামী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।

 

কালের চিঠি / আলিফ