রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

অনেক দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো: পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা চালাচ্ছে, এমন নজির বাংলাদেশে নেই।

শুক্রবার (১০ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর দমন-নিপীড়নের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের তুচ্ছ ঘটনায়ও বিভিন্ন সময় উদ্বেগ জানায়, তাদের নিজ দেশের মানবাধিকারের দিকে নজর দেয়া উচিত। মানবাধিকার পরিস্থিতি উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে উপজেলা নির্বাচন প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বর্জনের ডাক দেয়ার পরও, যে পরিমাণ ভোট পড়ছে তা সন্তোষজনক। নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।

 

কালের চিঠি / আলিফ

Tag :

অনেক দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো: পররাষ্ট্রমন্ত্রী

Update Time : ০১:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো— এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, যুক্তরাষ্ট্র শিক্ষার্থীদের ওপর যেভাবে হামলা চালাচ্ছে, এমন নজির বাংলাদেশে নেই।

শুক্রবার (১০ মে) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর দমন-নিপীড়নের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের তুচ্ছ ঘটনায়ও বিভিন্ন সময় উদ্বেগ জানায়, তাদের নিজ দেশের মানবাধিকারের দিকে নজর দেয়া উচিত। মানবাধিকার পরিস্থিতি উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে উপজেলা নির্বাচন প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি বর্জনের ডাক দেয়ার পরও, যে পরিমাণ ভোট পড়ছে তা সন্তোষজনক। নির্বাচনে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে।

 

কালের চিঠি / আলিফ