বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে বলা হয় কোটিপতি লিগ। টি-টোয়েন্টির এই টুর্নামের্ন্টে অংশ নেওয়া অনেক তারকা ক্রিকেটারের স্বপ্ন।
অথচ আইপিএলে খেলার সুযোগ পেয়েও জাতীয় দলের খেলা থাকায় যেতে পারেননি তাসকিন আহমেদ। শুধু তাসকিনই নন, আইপিএলের চলতি আসরে সুযোগ পেয়েও যাননি তারকা পেসার শরিফুল ইসলাম।
এবারের আইপিএলে খেলেছেন পেস বোলার মোস্তাফিজুর রহমান। তিনি ২০১৬ সাল থেকে ধারাবাহিক খেলে যাচ্ছেন। জিম্বাবুয়ে সিরিজের কারণে আইপিএলের মাঝপথেই দেশে ফিরেন মোস্তাফিজ।
আজ সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সী তারকা পেসার তাসকিন বলেন, ‘যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে (আইপিএল) খেলব, যখন ফাঁকা সময় পাব। শুধু আইপিএল নয়, এখন তো আরও অনেক লিগ আছে।’
তাসকিন বলেছেন, ‘আইপিএলে মোস্তাফিজ অনেক ভালো করেছে। মোস্তাফিজকে আইপিএলের মাঝপথে আনার কারণ হচ্ছে দলের পরিকল্পনা ও কালচারের ক্ষেত্রে অবগত থেকে যেন (বিশ্বকাপে) যেতে পারে। কয়েকটা দিন বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে। কারণ ও আমাদের মূল বোলারদের একজন।’
আইপিএলের চলতি আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে টানা ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। তার প্রশংসা করে তাসকিন বলেন, ‘অবশ্যই ওর ভালো আইপিএল গেছে এবং সেখান থেকে অনেক অভিজ্ঞতা নিয়েছে। আর আমরা যদি সবাই ফিট থাকি, ভালো ছন্দে থাকি তাহলে বোলিং থেকে ভালো কিছুই হবে।’
কালের চিঠি / আশিকুর।