শাকিব খানকে এমন বিধ্বংসী রূপে এর আগে কেউ দেখেননি। ‘তুফান’ সিনেমায় এ যেন এক অন্য শাকিব, একেবারে অচেনা—তবে এমন শাকিব যেন সবার কাছে আনন্দের উপলক্ষ হয়ে ধরা দিলেন। ‘তুফান’ সিনেমার টিজার মুক্তির পর যেন সামাজিক যোগাযোগমাধ্যমে তুফান বয়ে গেল। ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার প্রকাশের আগেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আভাস দেওয়া হয়, বাংলা সিনেমার ইতিহাসের সব রেকর্ড ভেঙে লন্ডভন্ড করে দেবে বছরের সবচেয়ে আলোচিত এই সিনেমা।
শাকিব খানের অন্য রকম লুক, অ্যাকশন, অভিনয়—সব মিলিয়ে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি। টিজার প্রকাশের পর হয়েছেও তা–ই। ২৪ ঘণ্টা পার না হতেই ফেসবুক ও ইউটিউবে কোটি ভিউর মাইলফলক অতিক্রম করেছে টিজারটি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোটি ভিউ পার হওয়ার খবরটি এভাবেই জানানো হয়েছে, ‘ঝড়ের বেগে ১ কোটি পার।’
টিজার থেকে জানা গেছে, ‘তুফান’ সিনেমায় শাকিবের চরিত্রের নাম তুফান। টিজারে শাকিবের কণ্ঠে শোনা গেছে, ‘পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না।
আর এর ব্যতয় ঘটিলে…’ এমন সংলাপের শাকিবকে অন্য রকম লেগেছে বলেও মত দিয়েছেন নেটিজেনরা। ‘তুফান’–এর টিজারে একঝলক দেখা দিয়েছেন শক্তিমান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। টিজারজুড়ে যখন শাকিবের আধিপত্য চলছিল, শেষের দিকে এসে চঞ্চলের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলফা আই, চরকি, এসভিএফ অফিশিয়াল, শাকিব খান ও চঞ্চল চৌধুরীর সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় টিজারটি। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে ‘তুফান’ তৈরি হয়েছে। টিজারের নিচে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকেরা। আজ বুধবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, অফিশিয়াল সব প্ল্যাটফর্ম মিলিয়ে টিজারটি কোটি ভিউ ছাড়িয়েছে, যা বাংলা ছবির ইতিহাসে রেকর্ড।
টিজার নিয়ে পরিচালক রায়হান রাফী বলেন, ‘“তুফান” এমন একটা ছবি, যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে, “তুফান” তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে। বাংলা সিনেমার সীমারেখা অনেক বাড়িয়ে দেবে। বলা যায়, “তুফান” আমার জীবনের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ।’
কালের চিঠি/ফাহিম