বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে তর্ক করায় সঞ্জুকে জরিমানা

 

আইপিএলে দারুণ অবস্থানে আছে রাজস্থান রয়্যালস। ১০ দলের টুর্নামেন্টে তাদের অবস্থানে সেরা দুইয়ে। প্লে-অফ খেলাও নিশ্চিত। এত ছন্দে উড়তে থাকা রাজস্থানই কাল হোঁচট খেল দিল্লি ক্যাপিটালসের কাছে। শুধু তাই নয়, ম্যাচটিতে আউট হওয়ার পর আম্পায়ারের সঙ্গে তর্ক করে জরিমানাও গুণলেন রাজস্থান অধিনায়ক সঞ্জ স্যামসন।

গতকাল মঙ্গলবার (৭ মে) আইপিএলে দিল্লির কাছে ২০ রানে হেরেছে রাজস্থান। ম্যাচটিতে দলকে জেতাতে আপ্রাণ চেষ্টা করেন সঞ্জু। তিনি নিজে খেলেন ৪৬ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস। দলকে জেতানোর স্বপ্নও দেখাচ্ছিলেন তিনি।

কিন্তু মুকেশ কুমারের বলে আউট হওয়ার পর আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে যান সঞ্জু। কারণ, তাঁর ক্যাচ বাউন্ডারির ধারে ধরেছিলেন শে হোপ। তবে হোপের পা বাউন্ডারির দড়ির খুব কাছে ছিল। বিভিন্ন কোণ দিয়ে দেখেও বোঝা যায়নি পা দড়িতে লেগেছে কি না।

জোরালো প্রমাণ না থাকায় টিভি রিপ্লে দেখে আম্পায়ারেরা সঞ্জুকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে সঞ্জু সেই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে থাকেন। তাঁর দাবি, হোপের পা দড়িতে লেগেছে। কিন্তু আম্পায়াদের কাছে সিদ্ধান্ত বদলায়নি। ড্রেসিংরুমেই ফিরতে হয় রাজস্থান তারকাকে।

সেই সঙ্গে শাস্তি পেতে হতে সঞ্জুকে। তিনি শৃঙ্খলাবিধি আইনে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন। এ ধরনের বিষয়ে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। তাই রাজস্থান অধিনায়কের ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

 

কালের চিঠি/ ফাহিম

Tag :
Popular Post

মাঠে তর্ক করায় সঞ্জুকে জরিমানা

Update Time : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

 

আইপিএলে দারুণ অবস্থানে আছে রাজস্থান রয়্যালস। ১০ দলের টুর্নামেন্টে তাদের অবস্থানে সেরা দুইয়ে। প্লে-অফ খেলাও নিশ্চিত। এত ছন্দে উড়তে থাকা রাজস্থানই কাল হোঁচট খেল দিল্লি ক্যাপিটালসের কাছে। শুধু তাই নয়, ম্যাচটিতে আউট হওয়ার পর আম্পায়ারের সঙ্গে তর্ক করে জরিমানাও গুণলেন রাজস্থান অধিনায়ক সঞ্জ স্যামসন।

গতকাল মঙ্গলবার (৭ মে) আইপিএলে দিল্লির কাছে ২০ রানে হেরেছে রাজস্থান। ম্যাচটিতে দলকে জেতাতে আপ্রাণ চেষ্টা করেন সঞ্জু। তিনি নিজে খেলেন ৪৬ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস। দলকে জেতানোর স্বপ্নও দেখাচ্ছিলেন তিনি।

কিন্তু মুকেশ কুমারের বলে আউট হওয়ার পর আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে যান সঞ্জু। কারণ, তাঁর ক্যাচ বাউন্ডারির ধারে ধরেছিলেন শে হোপ। তবে হোপের পা বাউন্ডারির দড়ির খুব কাছে ছিল। বিভিন্ন কোণ দিয়ে দেখেও বোঝা যায়নি পা দড়িতে লেগেছে কি না।

জোরালো প্রমাণ না থাকায় টিভি রিপ্লে দেখে আম্পায়ারেরা সঞ্জুকে আউট দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে সঞ্জু সেই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে থাকেন। তাঁর দাবি, হোপের পা দড়িতে লেগেছে। কিন্তু আম্পায়াদের কাছে সিদ্ধান্ত বদলায়নি। ড্রেসিংরুমেই ফিরতে হয় রাজস্থান তারকাকে।

সেই সঙ্গে শাস্তি পেতে হতে সঞ্জুকে। তিনি শৃঙ্খলাবিধি আইনে লেভেল ওয়ান পর্যায়ের অপরাধ করেছেন। এ ধরনের বিষয়ে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। তাই রাজস্থান অধিনায়কের ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

 

কালের চিঠি/ ফাহিম