বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদার চেয়েও উৎপাদন ক্ষমতা বেশি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার (৭ মে) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে এমপি আব্দুল্লাহ নাহিদ নিগারের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারি পর ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সঙ্কটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। ফলে কিছু কিছু স্থানে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা হচ্ছে। এছাড়া দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে উৎপাদন বৃদ্ধির ওপরও জোর দেয়া হচ্ছে। এসময় অচিরেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেয়া সম্ভব হবে বলেও জানান তিনি।
নসরুল হামিদ আরও বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তদারকির মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ২৬ হাজার ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলেও জানান তিনি।