মিল্টনের আশ্রমের দায়িত্ব নিলো শামসুল হক ফাউন্ডেশন
মিল্টন সমাদ্দারের আশ্রমে থাকা শিশু ও বৃদ্ধদের দায়িত্ব নিয়েছে আলহ্বাজ শামসুল হক ফাউন্ডেশন। এ কথা জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ। সোমবার (৬ মে) দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এময় তিনি বলেন, আশ্রমে থাকা সকলের খাওয়া-দাওয়াসহ যাবতীয় খরচ এই ফাউন্ডেশন আপাতত বহন করবে। সেখানে সার্বক্ষণিক একজন ডাক্তার থাকবে।
তিনি আরও জানান, ফাউন্ডেশনের নিজস্ব ফান্ড থেকে মিল্টন সমাদ্দারের মিরপুর ও সাভারের আশ্রমে থাকা সকলের জন্য বাজারসহ সকল কিছু করা হচ্ছে। মানবিক জায়গা থেকে শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান এগিয়ে এসেছেন বলেও জানান হারুন অর রশীদ।
কালের চিঠি / আলিফ