চ্যাম্পিয়ন্স লিগে গত রাতটা নিশ্চিতভাবে ভুলে যেতে চাইবেন কিলিয়ান এমবাপ্পে। কারণটা স্পষ্ট। প্রত্যাশা অনুযায়ী সিগনাল ইদুনা পার্কে কিছুই করতে পারেননি বিশ্বকাপজয়ী তারকা। ফলাফল বরুশিয়া ডর্টমুন্ডের কাছে পিএসজির হার।
গেল রাতে ডর্টমুন্ডের কাছে পিএসজির হার ১-০ ব্যবধানে। এই হারের ম্যাচেই আবার বিপাকে পড়েন এমবাপ্পে। গতকাল বুধবার ম্যাচ শেষে তাকে রেখেই বিমানবন্দরে চলে যায় পিএসজির টিম বাস। ফ্রান্সের সংবাদমাধ্যম— লা পারিসিয়ানের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিগনাল ইদুনা পার্কে ড্রাগ টেস্টে অংশ নেওয়ায় সতীর্থদের সঙ্গে একই বাসে করে বিমানবন্দরে যেদে পারেননি এমবাপ্পে। ড্রাগ টেস্ট শেষে একটি প্রাইভেট কারে পরে বিমানবন্দরে যান ফ্রান্স তারকা।
যদিও সংবাদমাধ্যমটি বলছে, এটি কোনো অদ্ভুত ঘটনা নয়। কোনো খেলোয়াড়ের কাজ থাকলে তাকে ছেড়ে বাস চলে যাওয়ার বিষয়টি স্বাভাবিক। তবুও, হারের ম্যাচে টিমবাস চলে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।
ঘরের মাঠ আত্মবিশ্বাসে টলমলে ছিল বরুশিয়া ডর্টমুন্ড। তবুও, ধারে-ভারে এগিয়ে ছিল অতিথি পিএসজি। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে ছিলেন বলেই ফেভারিটের তকমাটা ছিল প্যারিসিয়ানদের গায়ে।
কিন্তু ইদুনা পার্কে দেখা গেল তার উল্টো চিত্র। জ্বলে ওঠা তো দূরেই খুঁজেই পাওয়া গেল না এমবাপ্পেকে। হলুদ জার্সিতে দর্শকদের উল্লাসের মাঝে জয় উৎসব করল ডর্টমুন্ড। পিএসজিকে হারিয়েই নিজেদের মাঠে জয়ের কেতন গাইল স্বাগতিকরা।
এর আগে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল দল দুটির। এই মাঠে সেবার ১-১ ড্র করেছিল পিএসজি। কিন্তু বড় ম্যাচে পেল হারের তিক্ততা। আগামী মঙ্গলবার পিএসজির মাঠে গবে ফিরতি লেগ।
কালের চিঠি/ ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi