বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। বোলারদের অবিশ্বাস্য শুরুর পর ব্যাটারদের দৃঢ়তায় প্রথম ম্যাচে সফরকারীদের অনায়াসে হারাল স্বাগতিকরা। এই ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন পেসার তাসকিন আহমেদ। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। নিজের এমন সাফল্যের রহস্য জানালেন এই ডানহাতি পেসার।
টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ম্যাচেই চোখ ধাঁধানো এক ফিফটি করলেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৮ চার আর ২ ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই ওপেনার।
তবে তিনি নন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ে ম্যাচসেরা হয়েছেন তাসকিন আহমেদ। তাসকিন ৪ ওভারে ১৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। এর মধ্যে তিনি আউট করেছেন জিম্বাবুয়ে ইনিংসের সর্বোচ্চ রান করা ক্লাইভ মাদান্দে, শন উইলিয়ামস আর রায়ান বার্লকে।
পুরস্কার নিতে এসে তাসকিন জানিয়েছেন, কঠোর পরিশ্রম এবং বেসিক ঠিক রেখে কাজ করার ফলই এমন পারফরম্যান্স।
পুরো বোলিং ইউনিটের প্রশংসা করে তাসকিন বলেন, ‘প্রথমত আমরা দারুণ জয় পেয়েছি, বল হাতে ভালো শুরু পেয়েছি। আমরা বেসিক কাজটা ঠিকঠাক করেছি, সে কারণেই পুরস্কৃত হয়েছি। গত কয়েক সপ্তাহ সবাই কঠোর অনুশীলন করছে, সেই ফল পাচ্ছে। প্রত্যেকেই নিজেদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছি। ১১০ শতাংশ দিচ্ছি। আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি, সামনেও এটা ধরে রাখার চেষ্টা করব।’
কালের চিঠি/ ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi