টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য ২০ জন আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বেকাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদৌলা ইবনে শহীদ সৈকত।
গত মার্চে বাংলাদেশের প্রথম কোনো আম্পায়ার হিসেবে এলিট প্যানেলে জায়গা করে নিয়েছিলেন সৈকত। এমন স্বীকৃতি পাওয়ার আগেই তিনি প্রথমবারের মতো ভারতের মাটিতে হওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করেছিলেন। এলিট প্যানেলে ঢোকার পর এবার তিনি সংক্ষিপ্ত ফরম্যাটের সবচেয়ে বড় আসরটিতেও আম্পায়ারিং করতে যাচ্ছেন।
সবমিলিয়ে ওই তালিকায় আছেন ২০ জন আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারি। বর্তমানে সংস্থাটির এলিট প্যানেলে ১২ জন আম্পায়ার আছেন, যাদের বাইরে ৮ আম্পায়ার সুযোগ পাচ্ছেন বিশ্বকাপের ম্যাচ পরিচালনার। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে এলিট প্যানেলে থাকা ৬ জনকেই বিশ্বকাপের দায়িত্ব দেয়া হয়েছে।
সৈকত ছাড়া টি-২০ বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন যারা, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, মাইকেল গুহ, আদ্রিয়ান হোল্ডস্টোক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার, রিচার্ড কেটলবরো, জয়রাম মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
কালের চিঠি/
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi