চলতি আইপিএলের রান বন্যা দেখে কম-বেশি সবাই বিস্মিত! ২০ ওভারের খেলায় ২০০ রান তোলা যেন ডালভাত। আড়াইশর বেশি রানই যেন প্রত্যাশিত। এ ছাড়া রানের রেকর্ড, সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড, চার-ছক্কার রেকর্ড—সবই এবারের আইপিএলের নিত্য ঘটনা। প্রতি ম্যাচেই ঝড় তুলছেন ব্যাটাররা। আর হতাশায় ডুবছেন বোলাররা। ব্যাটারদের এত রান বন্যার কারণটা কী?
সেই উত্তরই দিলেন লখনৌ সুপার জায়ান্টস সহকারী কোচ ল্যান্স ক্লুজনার। প্রোটিয়া কিংবদন্তির মতে, এবারের আইপিএলে ব্যাটারদের এত রান তোলার পেছনে দায়ী বোলাররাই।
নিজের মন্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে ক্লুজনার বলেছেন, ‘পুরো টুর্নামেন্টের বোলিং পারফরম্যান্স দেখে আমি খুব হতাশই হয়েছি। খুব বেশি ভালো বোলিং দেখা যাচ্ছে না। অনেক সাধারণ মানের বোলার। আর এখনকার ব্যাটসম্যানরাও এতটা ভালো যে তারা এর সুবিধা তুলছে।’
এ ক্ষেত্রে ব্যাটারদের ক্রেডিট দিলেন প্রোটিয়া তারকা। তার মতে, বোলারদের এই ব্যর্থতার সুযোগে নিজেদের ব্যাটিংয়ে ভালোই বিবর্তন এনেছে ব্যাটাররা। তাছাড়া আইপিএলের উইকেটগুলোও ব্যাটিং সহায়ক বলে এত রান আসছে বলে মনে করেন তিনি।
ক্লুজনার বলেছেন, ‘সম্ভবত ব্যাটসম্যানরাও বোলারদের তুলনায় দ্রুত নিজের পাল্টে নিয়েছে। এখন পর্যন্ত খুব বেশি ডেথ বোলিং আমি দেখিনি। ফ্ল্যাট উইকেটেরও একটা ভূমিকা আছে, বোলাররা সুইং করাতে পারছে না। তবে বোলারদের তুলনায় ব্যাটসম্যানরা দ্রুত নিজেদের বিবর্তন ঘটাতে পেরেছে।’
কালের চিঠি/ ফাহিম