নির্বাচন বর্জনের ঘোষণা গণতান্ত্রিক অধিকার। তবে জনগণ স্থানীয় নির্বাচন বয়কট করবে না, অবশ্যই ভোটে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
উপজেলা নির্বাচন নিয়ে শনিবার (২৭ এপ্রিল) সিলেট জেলা শিল্পকলা একডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে এ কথা বলেন ইসি আনিছুর রহমান। সভায় অংশ নেন সিলেট বিভাগের চার জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনিছুর রহমান বলেন, এখন পর্যন্ত নির্বাচনের যা পরিবেশ, তা অব্যাহত থাকলে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তীব্র তাপপ্রবাহের কারণে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
এর আগে, মতবিনিময় সভায় প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নির্বাচন নিয়ে তাদের নানা সঙ্কট ও চাহিদার বিষয় তুলে ধরেন। পরে সবার উদ্দেশে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এ নির্বাচন কমিশনার।
কালের চিঠি / আলিফ
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi