সর্বশেষ ম্যাচে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। চার ওভারে ৪৩ রান দেন, বিনিময়ে পান মাত্র এক উইকেট। পার্পল ক্যাপের (সর্বোচ্চ উইকেট শিকারিকে দেওয়া হয়) লড়াইয়ে পিছিয়ে পড়েছেন মুস্তাফিজ। ছয় ম্যাচে ১১ উইকেট নিয়ে তিনি আছেন ষষ্ঠ স্থানে।
আইপিএলে চেন্নাই আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) মাঠে নেমেছে। ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টকে আতিথ্য দিয়েছে দলটি। টস জিতে বোলিং বেছে নিয়েছে লখনৌ। আগের ম্যাচের ব্যর্থতার পরও আজকের একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। তার ওপর ভরসা রেখেছে চেন্নাই।
ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে চেন্নাইয়ে। এই মাঠে ভালো বোলিং করেন মুস্তাফিজ। যে কারণে আজ তাকে দলে রাখা। এম.এ চিদাম্বরম স্টেডিয়ামেই চলতি আসরের প্রথম ম্যাচে ২৯ রানে চার উইকেট নেন কাটার মাস্টার। তাকে নিয়ে শুরু হয় আলোচনা।
চলতি আইপিএলে সাত ম্যাচ খেলে চার নম্বরে আছে চেন্নাই। সাত ম্যাচে চার জয়ে দলটির পয়েন্ট আট। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারা।
কালের চিঠি/ ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi