এল ক্লাসিকো শেষ। এর উত্তাপ রয়ে গেছে এখনও। রেফারির ভুলেই কি ম্যাচ হারল বার্সেলোনা, উঠছে এমন প্রশ্নও। বিশেষ করে ২৮তম মিনিটে লামিনে ইয়ামালের শট গোললাইন অতিক্রম করেছিল কিনা, এ নিয়ে তর্ক হচ্ছে বেশি। অবশেষে সেই বিতর্কিত গোল না দেওয়ার কারণ ব্যাখা করল স্প্যানিশ এফএ।
ম্যাচের ২৮তম মিনিটের ঘটনা। রাফিনহার ক্রস থেকে লামিনে ইয়ামালের বুদ্ধিদীপ্ত টোকা। রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন কোনোরকমে সেভ দিলেও মনে হচ্ছিল বল গোললাইন অতিক্রম করেছে। তবে এরপর নানা অ্যাঙ্গেল থেকে দেখে এটিকে গোল নয় বলে জানায় ভার। বার্সেলোনার বিপক্ষে রিয়ালের জয় ছাপিয়ে এই সিদ্ধান্তই আলোচিত হচ্ছে বেশি।
এদিকে বিষয়টি নিয়ে রীতিমতো মুখোমুখি অবস্থানে বার্সা ও রিয়াল। বার্সা সভাপতি হুয়ান লার্পোতা তো ভিএআর ভুল প্রমাণ হলে পুনরায় ম্যাচ আয়োজনের দাবি তুলেছেন। অবশেষে এমন আলোচনা-সমালোচনার মধ্যেই স্প্যানিশ ফুটবল ফেডারেশন ইয়ামালকে গোল না দেওয়ার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইয়ামালের সেই গোল নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ না করলেও ভিএআরের অডিও প্রকাশ করেছে স্প্যানিশ এফএ।
সেই অডিও থেকে জানা গেছে, ভিএআর রেফারি সানচেজ মার্তিনেজ মাঠের রেফারি সোতো গার্দোকে আসলে কী বলেছিলেন। স্প্যানিশ এফএর প্রকাশ অডিওতে মার্তিনেজকে বলতে শোনা গেছে, ‘বল যে পুরোপুরি গোলের ভেতরে ঢুকেছে, এর কোনো প্রমাণ নেই।’
কালের চিঠি/ ফাহিম
প্রকাশক ও সম্পাদক: বিমল কুমার সরকার নির্বাহী সম্পাদক: তাসলিমুল হাসান সিয়াম বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়। সম্পাদকীয় কার্যালয়: তুলশীঘাট (সাদুল্লাপুর রোড), গাইবান্ধা সদর, গাইবান্ধা-৫৭০০
© All Rights Reserved © Kaler Chithi